বাজিস-৬ : নাটোরে অবৈধ বাঁধ অপসারণ করে পাঁচশ’ একর জমির ফসল রক্ষা

111

বাজিস-৬
নাটোর- বাঁধ অপসারণ
নাটোরে অবৈধ বাঁধ অপসারণ করে পাঁচশ’ একর জমির ফসল রক্ষা
নাটোর, ১২ আগস্ট, ২০২০ (বাসস): জেলার সদর উপজেলার একটি খালের উপরে অবৈধভাবে নির্মিত ৩২টি বাঁধ আজ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। ফলে পাঁচশ’ একর আবাদী জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।
আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান-এর নেতৃত্বে তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার থেকে বাঁধ অপসারণ করা হয়।
এক্সকাভেটর সহযোগে কার্যক্রম পরিচালনাকালে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর আলী প্রধান।
অভিযানকালে বালিয়াডাঙ্গা থেকে দোলেরভাগ ব্রীজের মোড় পর্যন্ত এক কিলোমিটার খালের উপরে স্থানীয় বাসিন্দাদের নির্মিত মোট ৩২টি বাঁধ অপসারণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদুল ইসলাম জানান, এসব বাঁধ অপসারণ করার ফলে বালিয়াডাঙ্গা ও বিলটুঙ্গি এলাকার আবাদী জমির পানি এই খাল দিয়ে হুজাই নদীতে নেমে যাবে। রক্ষা পাবে প্রায় পাঁচশ’ একর জমির ফসল।প্রায় এক হাজার কৃষক এর সুফল পাবেন।
বাসস/সংবাদদাতা/১৮৩৩/এমকে