বাসস দেশ-৭ : দীর্ঘ পাঁচ মাস পর শারিরীক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু

132

বাসস দেশ-৭
হাইকোর্ট-কার্যক্রম
দীর্ঘ পাঁচ মাস পর শারিরীক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কার্যক্রম শুরু
ঢাকা, ১২ আগস্ট, ২০২০ (বাসস): দীর্ঘ প্রায় পাঁচ মাস পর শারীরিক উপস্থিতিতে হাইকোর্টে বিচার কার্যক্রম আজ শুরু হয়েছে।
সকাল থেকে আইনজীবীসহ সংশ্লিষ্টরা হাইকোর্ট অঙ্গনে উপস্থিত হন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে তাপমাত্রা মেপে এবং মাস্ক পড়া নিশ্চিত করে সংশ্লিষ্টদের প্রবেশ নিশ্চিত করা হয়।
তাছাড়া শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনায় কিরূপ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তা জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন। আজ থেকে শারিরীক উপস্থিতি ও শারীরিক উপস্থিতি ছাড়া উভয়ভাবেই বিচার কার্যক্রম পরিচালনা চলছে হাইকোর্টে।
সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৩৫টি ভার্চুয়াল ও ১৮টি শশরীরি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। ৩৫টি ভার্চুয়াল বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত ও ১১টি একক বেঞ্চ। আর শারিরীক উপস্থিতির ১৮টি বেঞ্চের মধ্যে ১৩টি দ্বৈত ও ৫টি হচ্ছে একক বেঞ্চ। দীর্ঘ প্রায় ৫ মাস পর আজ সর্বোচ্চ আদালতে শারিরীক উপস্থিতিতে শুরু হচ্ছে বিচার কার্যক্রম।
গত ৬ আগস্ট প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে এক ভার্চুয়াল ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হয়। সে সভায় ভার্চুয়াল ও শারিরীক উপস্থিতিতে হাইকোর্ট বেঞ্চ পরিচালনার পাশাপাশি কোর্ট ড্রেসের বিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত সংক্রমণ রোধে সাধারণ ছুটি ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে দীর্ঘদিন নিয়মিত বিচার কার্যক্রম পরিচালনা বন্ধ ছিল।
বাসস/এএসজি/ডিএ/১৪০০/-অমি