বাজিস-৩ : দেবীগঞ্জে যুবলীগের নেতার স্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

127

বাজিস-৩
পঞ্চগড়-অনুদান
দেবীগঞ্জে যুবলীগের নেতার স্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর অনুদানের ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান
পঞ্চগড়,২৮ জুলাই, ২০১৮ (বাসস): জেলার দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি সংগ্রাম প্রধানের অকাল মৃত্যুতে তার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রের কাগজপত্র প্রদান করা হয়েছে । প্রধানমন্ত্রীর দেয়া এ অনুদানের প্রয়োজনীয় সঞ্চয়পত্রের কাগজ শনিবার সকালে পঞ্চগড়- ২আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন মরহুমের বাসভবনে গিয়ে তার স্ত্রী ও সন্তানদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জর্জ এবং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।যুবলীগ নেতা মরহুম সংগ্রাম প্রধান স্ত্রী লূতফা বেগমের আবেদনের পে্িরক্ষতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র ইস্যু করেছেন। প্রধানমন্ত্রীর সঞ্চয়পত্র দেয়া হয়।
উল্লেখ্য, গত ৪ জুন সকালে সংগ্রাম প্রধান হার্ট এ্যাটাকে মারা যান। তার স্ত্রী, ১ সন্তান ও ২ মেয়ের জন্য এ অনুদান দেয়া হয়।
বাসস/সংবাদদাতা/১৪৩৫/মরপা