বাসস দেশ-১৩ : রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার

106

বাসস দেশ-১৩
মাদক-আটক
রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার
ঢাকা, ১০ আগস্ট, ২০২০ (বাসস) : রাজধানীতে ১৫ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ টাকাসহ চার জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তরা জোনাল টিমের সদস্যরা আজ সকালে শাহবাগ থানার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহরিয়া আলম ওরফে মো. শাকিল খান ওরফে হারুন (২৬), মেহেদী হাসান ওরফে মো. সাজ্জাদ হোসেন (৩০), মো. ফরহাদ (৩৫) ও মো. লালচাঁন মিয়া (৩০)।
আজ ডিএমপির উত্তরা গোয়েন্দা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বাসসকে এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে নাইট কোচে আনা হয়। বাস থেকে নামার পর বাহকসহ ঢাকাস্থ সঙ্গীদের আটক করা হয়।
এদিকে আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে রাজধানীর শাহবাগ থানার বিজয়নগর এলাকায় কতিপয় মাদক ব্যাবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ উত্তরা জোনাল টিমের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে মাদক বিক্রি করে আসছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে শাহবাগ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৫২৫/-এএএ