বাসস দেশ-৪২ : জাতীয় শোক দিবসে জাতীয় পার্টির কর্মসূচি

185

বাসস দেশ-৪২
জাপা-শোক-দিবস
জাতীয় শোক দিবসে জাতীয় পার্টির কর্মসূচি
ঢাকা, ৯ আগস্ট, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আগামী ১৫ আগস্ট সকাল থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সকালে খতমে কোরআন , বেলা ১১টায় বিশেষ আলোচনা সভা, দুপুর সাড়ে ১২টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের এবং বিশেষ অতিথি হিসেবে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ পার্টির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জাতীয় ওলামা পার্টির সভাপতি ক্বারী মাওলানা মোহাম্মদ হাবীবুল্লাহ বেলালী সভায় সভাপতিত্ব করবেন।
বাসস/সবি/এমএআর/২০৫২/এবিএইচ