করোনা আক্রান্ত ডাঃ রিজওয়ানুল বারীকে হেলিকপ্টারে বগুড়া হতে ঢাকায় স্থানান্তর

333

ঢাকা, ৯ আগস্ট, ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রিজওয়ানুল বারীকে রোববার জরুরী ভিত্তিতে বগুড়া হতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।
আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে।
করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়
বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। বিমান বাহিনীর এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত সিরাজগঞ্জের
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রিজওয়ানুল বারী কে রবিবার বগুড়া হতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে জরুরী ভিত্তিতে ঢাকায় আনা হয়।