বাজিস-৬ : নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস চাপায় একজন নিহত

105

বাজিস-৬
নোয়াখালী-দুর্ঘটনা
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস চাপায় একজন নিহত
নোয়াখালী, ৯ আগস্ট ২০২০ (বাসস): জেলার সোনাইমুড়ী উপজেলায় যাত্রিবাহি বাস ও হ্যান্ডট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় হ্যান্ডট্রাক্টর চালক মো. সুজন (২৩) ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী প্রধান সড়কের আয়েশা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন উপজেলার বগাদিয়া এলাকার হারিছ আহমদের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিজের হ্যান্ডট্রাক্টর নিয়ে বগাদিয়া থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিলেন সুজন। এসময় চৌমুহনীগামি ‘উপকূল সার্ভিস’-এর একটি যাত্রীবাহী বাস সুজনের হ্যান্ডট্রাক্টটিকে চাপা দিলে ট্রাক্টরটি ধুমড়েমুছড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে চালক সুজন ঘটনাস্থলে নিহত হয়।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯৫৫/এমকে