চেলসিকে বিধ্বস্ত করে শেষ আটে বায়ার্ন

275

বার্লিন, ৯ আগস্ট ২০২০ (বাসস) : ইংলিশ জায়ান্ট চেলসিকে ফিরতি পর্বে ঘরের মাঠে ৪-১ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শেষ আটে ট্রেবল প্রত্যাশী বায়ার্নের প্রতিপক্ষ বার্সেলোনা। ম্যাচে দুই গোল করেছেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি।
বায়ার্ন ডিফেন্ডার ডেভিড আলাবা বলেছেন, ‘প্রতীক্ষাটা ছিল দীর্ঘ। বার্সেলোনা খুবই ভাল দল, যাদের রয়েছে বেশ কয়েজন সেরা খেলোয়াড়। কিন্তু গত কয়েক সপ্তাহের দিকে তাকালে দেখা যাবে আমরা পর্তুগালে অনেক বেশী আত্মবিশ^াস নিয়ে যাচ্ছি।’
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা লিওয়ানদোস্কি চলতি মৌসুমে ১২ ও ১৩তম গোল করেছেন। শনিবার আলিয়াঁজ এরিনাতে বায়ার্নের চারটি গোলেই তার অবদান ছিল।
ফেব্রুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রীজে প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর করোনা ভাইরাসের কারনে পাঁচ মাস বন্ধ থাকার পর পুনরায় মাঠে ফিরে আরো উজ্জীবিত হয়ে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেভারিয়ান্সরা।
আলাবা আরো বলেন, ‘আমাদের আরো বেশী সন্তুষ্ট হওয়া উচিত। কারন প্রায় এক মাস পর আমরা মাঠে নেমেছি। দীর্ঘ সময় পর ছন্দ ধরে রাখাটা কঠিন। দুই সপ্তাহ ধরে আমরা নিজেদের প্রস্তুত করেছি এবং তার ফলাফল আজ সবাই মাঠে দেখেছে।’
আগামী শুক্রবার লিসবনে বার্সেলোনার মুখোমুখি হবে বুন্দেসলিগা ও জার্মান কাপ বিজয়ীরা।
ম্যাচের ১০ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিওয়ানদোস্কি। ২৪ মিনিটে উইঙ্গার ইভান পেরিসিচ ব্যবধান দ্বিগুন করেন। ইংলিশ স্ট্রাইকার টামি আব্রাহাম বিরতির আগে চেলসির হয়ে এক গোল পরিশোধ করেন। ম্যাচ শেষের ১৪ মিনিট আগে লিওয়ানদোস্কির পাস থেকে বদলী মিডফিল্ডার কোরিনটিন টোলিসো গোল করলে ম্যাচের ভাগ্য নিশ্চিত হয়ে যায়।
বায়ার্ন কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘৯০ মিনিট আমরা যেভাবে খেলেছি তাতে আমি দারুন খুশী। মূলত প্রথম ৩০ মিনিটেই আমরা চেলসির মুখ বন্ধ করে দিয়েছিলাম।’
ম্যাচে দুটি এসিস্টের পর ম্যাচের শেষের দিকে হেডের সাহায্যে নিজের দ্বিতীয় গোল করেন লিওয়ানদোস্কি। ২০১৩/১৪ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৭ গোলের থেকে এখন আর মাত্র চার গোল দুরে রয়েছেন এই পোলিশ তারকা। রোনাল্ডোর রেকর্ড প্রসঙ্গে লিও বলেছেন, ‘এটা আমার গোল নয়। নক আউট রাউন্ডে আমাদের আরো কিছু ম্যাচ বাকি আছে। দলের হয়ে আরো গোল করতে পারলে আমি শুধু খুশীই হবো। এখানে রেকর্ড বড় কোন বিষয় নয়। ’
বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি প্রসঙ্গে লিওয়ানদোস্কি বলেছেন, ‘আমাদের অবশ্যই বার্সেলোনার বিপক্ষে ভাল খেলতে হবে। বার্সার মত একটি দলের বিপক্ষে নিজেদের যোগ্যতার শতভাগ প্রমান দিতে হবে। এটা সবার জন্যই অনেক বড় একটি ম্যাচ।’
প্রথম লেগে দুর্দান্ত পারফরমেন্সে পর বায়ার্নের সামনে ছয় মাস আগের ফর্ম ধরে রাখার বিকল্প ছিল না। লন্ডনে দুই গোল করা সার্জি গ্যানাব্রির বাড়ানো বলে লিওয়াদোস্কি বক্সের ভিতর বল পেলে চেলসি গোলরক্ষক উইলি কাবালেরো ফাউল করে বসেন। প্রাথমিক ভাবে অফ-সাইডের সিদ্ধান্ত হলেও ভিএআর তা বাতিল করে পেনাল্টির নির্দেশ দেয়। কাবালেরোকে হলুদ কার্ড দেখানো হয়। স্পট কিক থেকে লিওয়ানদোস্কি কোন ভুল করেননি। এটি চ্যাম্পিয়ন্স লিগের সাত ম্যাচে লিও’র ১২তম গোল। ২৮ মিনিটে ক্যালুম হাডসন-ওডোই বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করলে ভিএআর প্রযুক্তিতে অফ-সাইডের কারনে গোলটি বাতিল হয়ে যায়। মৌসুমের শুরুতে হাডসন-ওডোইকে হয়তবা চেলসি থেকে বায়ার্নে দেখা যেতে পারে। বিরতির ঠিক আগে হাডসন-ওডোইয়ের গোল নয়্যার রুখে দিলেও আব্রাহাম গোল করে চেলসিকে কিছুটা হলেও আশার আলো দেখান।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাসন মাউন্ডের একটি লো শট আটকে দেন নয়্যার। পায়ের ইনজুরির কারনে বায়ার্ন তাদের ডিফেন্ডার জেরোম বোয়াটেংকে পরিবর্তন করতে বাধ্য হয়। তার পরিবর্তে মাঠে নামেন নিকলাস সুয়েল। অন্যদিকে ব্রাজিলিয়ান প্লেমেকার ফিলিপ কুটিনহোকে জায়গা করে দিতে বদলী বেঞ্চে চলে যান পেরিসিচ। এছাড়া শেষ ২০ মিনিটে দুজন ডিফেন্সিফ মিডফিল্ডার থিয়াগো আলচানতারা ও জসুয়া কিমিচকেও মাঠ থেকে উঠিয়ে নেন ফ্লিক। ৭৬ মিনিটে আলচানতারার পরিবর্তে মাঠে নামা টোলিসো দলের হয়ে তৃতীয় গোলটি করেন। ৮৪ মিনিটে লিওয়ানদোস্কি কিমিচের পরিবর্তে মাঠে নামা আলভারো ওড্রিওজোলার ক্রস থেকে জয়ের ব্যবধান বাড়ান। এবারের মৌসুমে ৪৪ ম্যাচে এটি লিওয়ানদোস্কির ৫৩তম গোল।