বাসস দেশ-৮ : সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ ১২টি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি

109

বাসস দেশ-৮
নদ নদী পরিস্থিতি
সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ ১২টি জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি
ঢাকা, ৯ আগস্ট, ২০২০(বাসস) : সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের ১২টি জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী,শরিয়তপুর, ঢাকা ও নারায়নগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।
ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি হ্রাস পাচ্ছে। পরবর্তী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা Ñপদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উত্তরপূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে, আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নি¤œাঞ্চলেরর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
দেশের ১০১ টি পর্যবেক্ষনাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি ১৬ টি এবং হ্রাস ৮০ টির এবং অপরিবর্তিত ০৩ টি,বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১২,বিপদসীমার উপরে নদীর সংখ্যা ০৮, বিপদসীমার ওপর স্টেশনের সংখ্যা ১১ টি।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে,মহেশখোলা ৭৯ মিলিমিটার,সুনামগঞ্জ ৪২ মিলিমিটার।
বাসস/সবি/এসএস/১৪৪৫/-অমি