নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে বৃক্ষরোপণ

238

নওগাঁ, ৯ আগস্ট,২০২০ (বাসস): জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে স্থানীয় এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ৩১৩ ভলান্টিয়ার গ্রুপ নামের ঐ স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে।
রোববার বেলা ১০টায় নওগাঁ সদর উপজেলার আরজী নওগাঁয় পশ্চিম শেরপুরের আব্বাছ গার্ডেনে করোনা ভাইরাস প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক।
৩১৩ ভলান্টিয়ার গ্রুপের মহা-পরিচালক সাবেক সেনা কর্মকর্তা ডা: আলহাজ্ব মো: ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসস’র জেলা প্রতিনিধি মোঃ কায়েস উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খাঁন এবং জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন খাঁন টিপু।
সংগঠনটি প্রাথমিক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সড়ক, নদীর বাঁধ ইত্যাদি স্থানে ফলদ ও ওষুধি গাছের প্রায় এক হাজার চারা রোপণ করবে।