বাসস ক্রীড়া-১১ : বাতিলের খাতায় আরও একটি দ্বিপাক্ষীক সিরিজ

197

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-জিম্বাবুয়ে
বাতিলের খাতায় আরও একটি দ্বিপাক্ষীক সিরিজ
হারারে, ৮ আগস্ট ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বাতিল হয়ে গেল জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজটিও। যেটি এ মাসে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হবার কথা ছিলো।
জিম্বাবুয়েতে কোভিড-১৯ রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় আজই আনুষ্ঠানিকভাবে সিরিজটি বাতিলের ঘোষনা দেয় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
করোনার প্রার্দুভাবের কারনে সরকারের কাছ সিরিজ আয়োজনের অনুমতি পায়নি জেডসি। তাই আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজটি আয়োজন না করার সিদ্বান্ত নেয় তারা।
জেডসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি জানান, ‘সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে সিরিজটি আয়োজন করতে সরকারের আছে আবেদন করেছিল বোর্ড। কিন্তু মহামারীতে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার আমাদের অনুমতি দেয়নি।’
এ মাসেই ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। অবশ্য তা গত জুন মাসেই তা স্থগিত ঘোষনা করা হয়।
এছাড়া, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৭ বছর পর এ মাসে অস্ট্রেলিয়া সফরে যাবার কথা ছিল জিম্বাবুয়ের। সেটিও করোনার কারনে স্থগিত হয়ে গেছে।
বাসস/এএমটি/১৮৫০/স্বব