বাসস ক্রীড়া-৬ : ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পুলিসিচ

141

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইনজুরি
ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পুলিসিচ
লন্ডন, ৮ আগস্ট ২০২০ (বাসস) : ডান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেলসির উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ। এ কারনে আগামী মৌসুমের শুরুতে চেলসির হয়ে মাঠ নামতে পারবেন না এই মার্কিন তারকা।
গত শনিবার আর্সেনালের বিপক্ষে এফএ কাপের ফাইনালে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে ওয়েম্বলি স্টেডিয়ামে ইনজুরিতে পড়েন পুলিসিচ। চেলসি ম্যানেজার ফ্রাংক ল্যাম্পার্ড পুলিসিচের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘ধারনা করা হচ্ছে ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে। সে কারনে এটা অন্তত নিশ্চিত যে নতুন মৌসুমের শুরুতে তার আর খেলা হচ্ছেনা। তবে আমরা ইনজুরির সঠিক চিকিৎসা করতে চাই।’
প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবার কথা রয়েছে।
চেলসির হয়ে প্রথম মৌসুমে দারুন ছন্দে থাকা পুলিসিচ ১১টি গোল করেছেন ও আটটি এসিস্ট করেছেন। বরুসিয়া ডর্টমুন্ড থেকে তিনি গত মৌসুমে চেলসিতে যোগ দিয়েছিলেন। ল্যাম্পার্ড মনে করেন প্রথম বছরেই সে তার ক্যারিয়ারের সেরা সময়টা কাটিয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম বছরেই এই ধরনের পারফরমেন্স খুব কমই দেখা যায়। এ কারনেই যত দ্রুত সম্ভব এই উইঙ্গারের সুস্থতা কামনা করেছেন ল্যাম্পার্ড।
বাসস/নীহা/১৬৩৫/স্বব