১৭ কেজি ওজনের মৃত কাতলা ভেসে উঠলো মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায়

233

চট্টগ্রাম, ৭ আগস্ট, ২০২০ (বাসস) : দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ভেসে উঠেছে ১৭ কেজি ওজনের একটি মৃত কাতলার মা মাছ।
হাটহাজারী উপজেলা প্রশাসন মা মাছটি উদ্ধার করে মাটি চাপা দিয়েছে। আজ শুক্রবার হালদা নদীর উত্তর মাদার্শা আমতলী বাজারের পশ্চিম অংশ থেকে এই মৃত কাতলা মাছটি উদ্ধার করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন জানান, হালদায় মৃত কাতল মা মাছটি ভেসে উঠতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ১৭ কেজি ওজনের মৃত কাতলা মা মাছ উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।