বাসস বিদেশ-১২ : মেক্সিকোয় কোভিড-১৯ এ মৃত্যু সংখ্যা প্রায় ৫০ হাজার

195

বাসস বিদেশ-১২
কোভিড-১৯-মেক্সিকো
মেক্সিকোয় কোভিড-১৯ এ মৃত্যু সংখ্যা প্রায় ৫০ হাজার
মেক্সিকো সিটি, ৬ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে সেখানে নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে আরো ৮২২ জনের মৃত্যু হয়েছে। এতে করে মহামারীতে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ৪৯,৬৯৮ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে নতুন ৬,১৩৯ জন আক্রান্তের খবরে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৫৬,১০০-জনে পৌঁছেছে। খবর সিনহুয়া’র।
জাতীয় গণনায় মেক্সিকো কোভিড-১৯ আক্রান্তের দিক থেকে বিশ্বে ষষ্ঠতম। তবে দেশটি মৃত্যুর সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ।
মিডিয়া রিপোর্ট অনুসারে, মহামারী শুরুর পর থেকে দেশটি ১ মিলিয়নেরও বেশি মানুষের ওপর কোভিড-১৯-এর পরীক্ষা চালিয়েছে। তবে স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বীকার করেছে যে সংক্রমিতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বিশ্বের প্রায় ৮ শতাংশ জনগণের বসতি লাতিন আমেরিকা কোভিড-১৯-এর বিস্তার রোধে সচেষ্ট হয়েছে।
বাসস/অনু-জেজেড/২০৫৫/-এইচএন