সুদানে বন্যায় ১০ জনের প্রানহানি, ৩৩০০ বাড়িঘর বিধ্বস্ত

287

খার্তুম, ৬ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক) : সুদানের বেশিরভাগ অঞ্চলে চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে ৩,৩০০-এরও বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রায় ১,৮০০ টি বাড়ি পুরোপুরি ও ১,৫০০-এর বেশি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, ২১ টি স্কুল এবং আটটি মসজিদ ভেসে গেছে।
বুধবার জাতিসংঘ জানায়, বন্যায় ৫০,০০০-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় সংস্থা (ওসিএইচএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘দেশটির ১৮টি রাজ্যের কমপক্ষে ১৪টিতে মুষলধারে বৃষ্টিপাতের কারণে বন্যা, ভূমিধস এবং ঘরবাড়ি ও অবকাঠামোর ক্ষতি সাধন হয়েছে।
ওসিএইচএ আরও জানিয়েছে ২৯ জুলাই ব্লু নীল রাজ্যে প্রবল বর্ষণে একটি বাধ ভেঙে ৮০০টি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুদানে প্রতি বছর সাধারণত জুন থেকে অক্টোবরের মধ্যে ভারী বর্ষণের ফলে ঘন ঘন বন্যার সৃষ্টি হয়।