বাসস ক্রীড়া-৭ : পাকিস্তানের বাবরকে কোহলি, উইলিয়ামসনদের কাতারে রাখছেন হুসেইন

121

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-হুসেইন
পাকিস্তানের বাবরকে কোহলি, উইলিয়ামসনদের কাতারে রাখছেন হুসেইন
ম্যানচেষ্টার, ৬ আগস্ট ২০২০ (বাসস) : গতকাল ম্যানচেষ্টারে শুরু হয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমে ৪৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান বাবর আজম ও শান মাসুদ। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা বন্ধ হবার আগে পাকিস্তানকে ২ উইকেটে ১৩৯ রান এনে দেন বাবর ও মাসুদ। বাবর ৬৯ ও মাসুদ ৪৬ রানে অপরাজিত ছিলেন। বাবরের ঐ ৬৯ রানেই মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।
বাবরকে প্রশংসার সাগরে ভাসাতে গিয়ে ভারতের অধিনায়ক রিবাট কোহলিকে টেনে আনলেন হুসেইন। টেস্টের প্রথম দিনের পর্যালোচনা করতে গিয়ে বাবরের ইনিংস নিয়ে হুসেইন বলেন, ‘বাবর যে ইনিংসটা খেলেছে, তা যদি কোহলি খেলতো, তবে ক্রিকেট বিশ্বে কোহলির প্রশংসায় মেতে উঠতো সকলে। বাবরের প্রশংসা করতেই আমাদের যেন কত অনীহা। কোহলির প্রশংসা করতে সময়ক্ষেপন করে না কেউই।’
বর্তমান ক্রিকেটে বিশ্বের সেরা চার ব্যাটসম্যান ভাবা হয়, ভারতের কোহলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। এদেরকে বলা হয় ফ্যাব ফোর। কিন্তু হুসেইন মনে করেন, বিশ্ব ক্রিকেটে এখন ফ্যাব ফাইভ আছে। অন্যজন হলেন- পাকিস্তানের বাবর।
হুসেইন বলেন, ‘সবাই বলে ফ্যাব ফোরের কথা। কিন্তু তাদের সাথে মোটেও একমত নই। আমার মতে এখন বিশ্ব ক্রিকেটে ফ্যাব ফাইভ আছে। কোহলি-উইলিয়ামসন-স্মিথ-রুটের সাথে বাবরও আছে।’
প্রথম দিন ৬৯ রান করা বাবর, দ্বিতীয় দিন (আজ) সেখানেই থেমেছেন। ইংল্যান্ডের সেরা পেসার জেমস এন্ডারসনের বলে বিদায় নেন বাবর। তার ১০৬ বলের ইনিংসে ১১টি চার ছিলো।
বাসস/এএমটি/১৮৫০/স্বব