বাসস দেশ-২৪ : করোনা আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

116

বাসস দেশ-২৪
করোনা-রোগী-ঢাকা
করোনা আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যানকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
ঢাকা, ৬ আগস্ট, ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো.
আজিজুর রহমানকে জরুরি ভিত্তিতে মৌলভীবাজার থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।
পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রেরণ করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপআির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
জাতীয় যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে।
করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। বিমান বাহিনীর এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমানকে বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার হতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি নাইট ভিশন প্রযুক্তি সম্পন্ন এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার যোগে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।
বাসস/আইএসপিআর/এমএন/১৫৩৭/কেজিএ