বাসস বিদেশ-৬ : ভাইরাস নিয়ে ভুল তথ্যের বার্তা টুইট : ট্রাম্পের সরকারি প্রচারণা একাউন্ট বন্ধ

118

বাসস বিদেশ-৬
আইটি-টুইটার-ট্রাম্প
ভাইরাস নিয়ে ভুল তথ্যের বার্তা টুইট : ট্রাম্পের সরকারি প্রচারণা একাউন্ট বন্ধ
সান ফ্রান্সিসকো, ৬ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): টুইটার বুধবার জানিয়েছে, কোভিড-১৯’র ব্যাপারে ভুল তথ্য সম্বলিত বার্তা টুইট করার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারি প্রচারণা একাউন্ট তারা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। খবর এএফপি’র।
@টিমট্রাম্প টুইটার একাউন্টে ট্রাম্প দাবি করেন যে শিশুদের শরীরে মারাত্মক এ ভাইরাস প্রায় সম্পূর্ণ প্রতিরোধের ÿমতা রয়েছে। টুইট বার্তা এমন ভুল তথ্য দেয়ায় একাউন্টটি বন্ধ করে দেয়া হয়েছে।
সান ফ্রান্সিসকো ভিত্তিক এ সার্ভিসের মুখপাত্র এএফপি’কে বলেন, ‘কোভিড-১৯ বিষয়ে ভুল তথ্য সম্বলিত এ টুইট বার্তা টুইটার আইনের লঙ্ঘন।’ ‘সেখানে ফের টুইট করার আগে এ একাউন্ট মালিকের ওই টুইট বার্তা সরিয়ে ফেলা প্রয়োজন হবে।’
এর আগে ফেসবুক থেকেও ট্রাম্পের একটি ভিডিও বার্তা সরানো হয়েছিল।
বাসস/এমএজেড/১৩৩০/-জেহক