বাসস ক্রীড়া-৬ : লিঙ্গ বৈষম্যের কারণে সমালোচিত বার্সেলোনা

126

বাসস ক্রীড়া-৬
ফুটবল-বার্সেলোনা-পুরুষ-নারী-বিতর্ক
লিঙ্গ বৈষম্যের কারণে সমালোচিত বার্সেলোনা
বার্সেলোনা, ২৭ জুলাই, ২০১৮ (বাসস/এএফপি) : প্রথমবারের মত একত্রিতভাবে পুরুষ ও নারী ফুটবল দলকে সফরে পাঠাতে গিয়ে বিমানে আসন বিন্নাস নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছে বার্সেলোনা। যুক্তরাষ্ট্র সফরে যাওয়া পুরুষ দলকে বিমানের অগ্রভাগে বিজনেস ক্লাসের আসন বরাদ্ধ দিলেও নারী দলের জন্য বরাদ্ধ করা হয়েছে পেছনের দিকের ইকোনমি ক্লাস।
স্পেনের ওই জায়ান্ট ক্লাবটি তাদের সফরকারী দল দুটির পোর্টল্যান্ড অভিমুখি বিমানে আরোহনের ছবি ও ভিডিও অনলাইনে প্রকাশ করেই বিপাকে পড়ে গেছে। সেখানে দেখা যায় নারী দল ইকোনমি ক্লাসে বসে আছে। এতেই বৈষম্য নিয়ে হৈচৈ শুরু হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে নারী দলের সমর্থকরা এর সমালোচনায় মেতে উঠেছে।
একজন সমর্থক তার টুইট বার্তায় লিখেছে, ‘দলীয় অধিনায়কদের বিজনেস ক্লাসের একটি ছবি ছিল। তাও পুরুষ দলের বাকী সদস্যদের বিজনেস ক্লাসে আসন গ্রহনের আগে। আর মহিলা দলকে পাঠিয়ে দেয়া হয়েছে ইকোনমি ক্লাসে।’ ওই বিষয় নিয়েই শুরু হয়ে যায় আলোচনার ঝড়।
এতে বলা হয়,‘যদি মহিলা দলের কেউ বিজনেস ক্লাসে থাকতো তাহলে না দেখার কথা নয়। বার্সেলোনা যাদি বলে থাকে যে তারা সমতায় বিশ্বাসী, তাহলে এখানে আসন বরাদ্দও সমতার ভিত্তিতে হতো।’
অবশ্য মহিলা দলের সদস্য অ্যালেক্সিয়া পুটেলাস বলেছেন, বিমানে মহিলা দলের আলাদা জায়াগায় থাকার করাণ হচ্ছে, দলটির সফরের সিদ্ধান্তটি নেয়া হয়েছে অনেক পরে। এর আগেই বিমানটি ভাড়া করা হয়েছিল। সেখানে পুরুষ দলের আসনও বরাদ্ধ হয়ে গিয়েছিল।’
ক্রীড়া বিষয়ক দৈনিক মার্সার রিপোর্টে বলা হয়, ‘বিমানের অগ্রভাগে আসন ছিল মাত্র ৩৬টি। আর প্রত্যেক নারী সদস্য তাদের যাত্রা আরামদায়ক করার জন্য তিনটি করে আসনের বরাদ্ধ নিয়েছিল।
বার্সেলোনার সহ-সভাপতি জোসেপ ভিভেস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের নেয়া পদক্ষেপের বিষয়ে ভালভাবে পর্যালোচনা না করেই বিতর্ক শুরু হয়ে গেছে। ক্লাবটি একটি বিমান ভাড়া করেছিল। তবে শুরুর দিকে নারী দল সফরে যাবার কথা ছিলনা। এটি একটি লজিস্টিক সমস্যা।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭৫৫/স্বব