বাসস ক্রীড়া-৫ : ছয় ম্যাচ নিষিদ্ধ হলেন গুনাথিলিকা

128

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-গুনাথিলাকা
ছয় ম্যাচ নিষিদ্ধ হলেন গুনাথিলিকা
কলম্বো, ২৭ জুলাই, ২০১৮ (বাসস) : আচরনবিধির ভঙ্গের দায়ে শ্রীলংকার ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। শুক্রবার গুনাথিলাকার শাস্তির খবর নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। তারা জানিয়েছে, ‘খেলোয়াড় আচরণ বিধি ও চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করায় ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে গুনাথিলাকাকে। তাই শ্রীলংকার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছয় ম্যাচ খেলতে পারবেন না তিনি।’
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন গুনাথিলাকা। তার বিপক্ষে টিম ম্যানেজমেন্টর অভিযোগ ছিলো- অনুশীলনের ব্যাপারে মনোযোগি নন। যদিও পরে শাস্তি কমিয়ে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। এছাড়া বার্ষিক চুক্তির ফি থেকে ২০ শতাংশ জরিমানাও করা হয় গুনাথিলাকাকে।
এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন টিম হোটেলে গুনাথিলাকার বিপক্ষে যৌন লাঞ্ছনার অভিযোগ উঠে। পুলিশের তদন্তে রেহাই পেলেও বিষয়টি গুরুত্বসহকারে নেয় এসএলসি। এ অভিযোগের কারনে ২১ জুলাই সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করে ক্রিকেট বোর্ড।
তবে আজ গুনাথিলাকার নিষেধাজ্ঞা নিয়ে স্পষ্ট বক্তব্য দিলো এসএলসি। পুর্বের তিন ম্যাচের সঙ্গে এখনকার তিন মিলিয়ে মোট ছয় ম্যাচ নিষিদ্ধ হলেন গুনাথিলাকা।
এসএলসি জানায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেললেও কোনও ম্যাচ ফি পাননি গুনাথিলাকা। কেবলমাত্র ম্যাচ ফি নয় বোনাস কিংবা কোন অর্থও গুনাথিলাকাকে দেয়া হয়নি।
বাসস/এএমটি/১৭৪৫/স্বব