বাসস ক্রীড়া-৪ : ভারতকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ দিলেন শেবাগ

155

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-শেবাগ
ভারতকে এশিয়া কাপ বয়কটের পরামর্শ দিলেন শেবাগ
নয়া দিল্লি, ২৭ জুলাই ২০১৮ (বাসস) : আগামী এশিয়া কাপে পরপর দু’দিন খেলা থাকায় আসন্ন টুর্নামেন্টটি বয়কটের জন্য ভারত ক্রিকেট দলকে পরামর্শ দিলেন দেশটির সাবেক ওপেনার বিরেন্দার শেবাগ। বাছাই পর্ব থেকে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে ভারত। পরের দিনই চিরপ্রতিনদ্বন্দি পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এমন সূচি পছন্দ হয়নি শেবাগের। তাই আসন্ন এশিয়া কাপে অংশ না নিতে পরামর্শ শেবাগের।
ভারতীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘এশিয়া কাপের সূচি দেখে আমি তো অবাক। এমন সূচি এখন কিভাবে হয়, বিশ্বের কোনো দল বর্তমান যুগে টানা দুই দিন ম্যাচ খেলতে পারে! এরমধ্যে দুবাইয়ে প্রচন্ড গরমে ওয়ানডে খেলতে হবে পরপর দু’দিন। আমার মতে, এই সূচি ঠিক নেই। এশিয়া কাপ বয়কট করা উচিত ভারতের।’
আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। ১৮ সেপ্টেম্বর বাছাইপর্ব থেকে উঠে আসা দলের বিপক্ষে নিজেদের মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। প্রথম ম্যাচের পরের দিনই ভারতকে খেলতে হবে চিরপ্রতিদ্বন্দি পাকিস্তানের বিপক্ষে। তাই এমন সূচিতে বেশ ক্ষুব্ধ শেবাগ। তিনি আরও বলেন, ‘এশিয়া কাপ না খেললেই হয়। এর চেয়ে হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজের জন্য প্রস্তুত হওয়া ভালো। টানা দুই ম্যাচ খেলা খেলোয়াড়দের কঠিন। একদিনের ম্যাচ খেলার পর অন্তত ২৪ থেকে ৪৮ ঘণ্টা বিশ্রাম প্রয়োজন খেলোয়াড়দের। এ অবস্থায় পরপর দু’দিন ম্যাচ খেলা একেবারেই অসম্ভব।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এমনতিতেই দল ক্লান্ত থাকবে বলে মনে করেন শেবাগ। এরমধ্যে দু’টি ম্যাচ আরও সমস্যায় ফেলবে ভারতকে। পক্ষান্তওে সতেজ থেকেই পাকিস্তান খেলতে নামবে বলে জানান তিনি, ‘ইংল্যান্ড সিরিজের পর ক্লান্ত থাকবে ভারত। এরমধ্যে সেপ্টেম্বরে দুবাইয়ে গরম বেশি থাকে। এ অবস্থায় খেলতে নামলে বিপদে পড়বে ভারত। অন্যদিকে পাকিস্তান সতেজ অবস্থাতেই সিরিজ শুরু করবে।’
আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে দুবাইয়ে শুরু হবে এশিয়া কাপ।
বাসস/এএমটি/১৭৪০/স্বব