বাসস বিদেশ-১০ : নাইজেরিয়ায় পাইলট বরখাস্ত ॥ বেতন কাটছাঁট

136

বাসস বিদেশ-১০
নাইজেরিয়া- বরখাস্ত
নাইজেরিয়ায় পাইলট বরখাস্ত ॥ বেতন কাটছাঁট
লাগোস, ৪ আগস্ট, ২০২০(বাসস ডেস্ক): নাইজেরিয়ার বৃহত্তম এয়ারলাইন এয়ার পিস তাদের বেশ কয়েকজন পাইটলকে বরখাস্ত করেছে এবং বেতন কাটছাঁটের ঘোষণা দিয়েছে। করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় মঙ্গলবার এয়ারলাইনটি এ ঘোষণা দেয়।
বেসরকারি এই এয়ারলাইন ঠিক কতোজন পাইলটকে বরখাস্ত করেছে তা উল্লেখ করেনি। কিন্তু এই খাতের অন্য সূত্র থেকে জানা গেছে এ সংখ্যা প্রায় ৭০। এয়ার পিস নাইজেরিয়ার বিভিন্ন শহর এবং পশ্চিম আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে বিমান পরিচালনা করে।
এক বিবৃতিতে এয়ার পিস বলেছে, করোনা মহামারির ভয়ংকর প্রভাবের কারণে তারা অত্যন্ত দু:খজনক কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, কোম্পানীর এবং এর তিন হাজার কর্মীর আরো ভালোর জন্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের আরো অনেক এয়ারলাইন এ ধরণের একই পদক্ষেপ নিয়েছে।
এদিকে নাইজেরিয়ায় করোনা ভাইরাসে ৪৪ হাজারেরও বেশি লোক আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৮৯৬ জন ।
বাসস/জুনা/১৬৪০/জেহক