ঈদ উপলক্ষে মানিকগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান

218

ঢাকা, ৪ আগস্ট, ২০২০ (বাসস) : দেশব্যাপী বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী।
বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর, গালা, কাঞ্চনপুর, ঝিটকা ও রামকৃষ্ণপুর উপজেলার স্থানীয় হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে শুক্রবার শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করে নৌবাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়।
এসময় রামকৃষ্ণপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জন প্রতিনিধিদের উপস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, দেশের বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানিয়েছে।