বাসস ক্রীড়া-১ : বার্সেলোনার বিপক্ষে ইনসিগনের খেলা নিয়ে শঙ্কা

120

বাসস ক্রীড়া-১
ফুটবল-ইনজুরি
বার্সেলোনার বিপক্ষে ইনসিগনের খেলা নিয়ে শঙ্কা
রোম, ৪ আগস্ট ২০২০ (বাসস) : বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে নাপোলি তারকা লোরেনজো ইনসিগনের মাঠে নামা নিয়ে সন্দেহ সৃস্টি হযেছে। ইতালিয়ান এই ফরোয়ার্ড থাইয়ের ইনজুরিতে ভুগছেন বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নাপোলি জানিয়েছে ইনসিগনের বাম থাইয়ের পেশীতে ব্যাথা অনুভূত হচ্ছে। যে কারনে শনিবার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
ইনসিগনের সুস্থতার সময় নিয়ে নাপোলি সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি। তবে বিবৃতিতে বলা হয়েছে প্রতিদিনই তার ইনজুরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
২৯ বছর বয়সী ইনসিগনে সিরি-এ মৌসুমের শেষ ম্যাচে ল্যাজিওর বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন। ম্যাচটিতে নাপোলি ৩-১ গোলে জয়লাভ করে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগে ঘরের মাঠে বার্সেলোনার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল নাপোলি। দ্বিতীয় লেগে জিততে পারলে লিসবনে শেষ আট-এর টিকিট নিশ্চিত হবে।
বাসস/নীহা/১৫১০/স্বব