বাজিস-৪ : কুষ্টিয়া প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত

111

বাজিস-৪
কুষ্টিয়া-তাপদাহ
কুষ্টিয়া প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত
কুষ্টিয়া, ৪ আগস্ট,২০২০(বাসস): জেলায় গত এক সপ্তাহে টানা প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। করোনা সংকটে শ্রাবনের শেষ সময়ে হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কর্মব্যস্ত বিশেষ করে নি¤œ বিত্ত আয়ের মানুষ দুর্ভোগে পড়েছেন। দিনভর প্রখর সুর্য তাপদাহের মধ্যদিয়ে স্বাভাবিক চলাফেরায় বেগ পেতে হচ্ছে। সাধারণত এ সময়ে বৃষ্টিপাত হয় এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকে। আবহাওয়া বিদরা বলছেন, এবার তার ব্যতিক্রম ঘটেছে। কুষ্টিয়াসহ দেশের কোন কোন জেলায় গত এক সপ্তাহ ধরে বৃষ্টির পরিবর্তে এখন প্রচন্ড তাপমাত্রা অনুভব হচ্ছে।
কুষ্টিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা মামুন আর রশিদ জানান, কুষ্টিয়াসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ মঙ্গলবার কুষ্টিয়ায় সবচেয়ে বেশী সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তিনি জানান, বাতাসে জলীয়বাষ্পের পরিমান বেশী থাকায় এমন তাপমাত্রা আরও বেশী অনুভব হচ্ছে। কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে তিনি জানান।
বাসস/সংবাদদাতা/১৫০০/নূসী