বাসস বিদেশ-১২ : মঙ্গোলিয়ায় জুলাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ জন নিহত

187

বাসস বিদেশ-১২
মঙ্গোলিয়া-দুর্ঘটনা-মৃত্যু
মঙ্গোলিয়ায় জুলাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ জন নিহত
উলান বাটর, ৩ আগস্ট, ২০২০ (বাসস ডেস্ক): জুলাই মাসে মঙ্গোলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ১৫ জন নিহত হয়েছে। সোমবার দেশটির ট্র্যাফিক পুলিশ বিভাগ একথা জানায়। খবর সিনহুয়ার।
পুলিশ বিভাগ জানায়, ‘চলতি বছর মঙ্গোলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোট ৬২ জন মারা গেছে। তাদের মধ্যে ১৫ জন শুধুমাত্র গত মাসে প্রাণ হারিয়েছে।’
বেপরোয়া গতিতে, মাতাল হয়ে ও হেলমেট না পরে মোটরসাইকেল চালানোই এসব দুর্ঘটনার মূল কারণ।
ট্র্যাফিক পুলিশ বিভাগ আরো জানিয়েছে যে, নিজের ও অন্যদের নিরাপত্তার লক্ষ্যে চালকদের ট্র্যাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গোলিয়ার পুলিশ বিভাগ আরো জানায়, বেশিরভাগ প্রাণ হারিয়েছে গ্রামাঞ্চলের রাস্তার দুর্ঘটনায়। এটি আংশিক কারণ এই যে, মঙ্গোলিয়ান পশুপালকরা তাদের গবাদিপশু সন্ধান করতে ঘোড়ার পরিবর্তে মোটরসাইকেলে চড়তে পছন্দ করে থাকেন।
মঙ্গোলিয়ায় এখন ৫০,০০০ এরও বেশি নিবন্ধনভুক্ত মোটরসাইকেল রয়েছে, যার ৯০ শতাংশই গ্রামাঞ্চলে নিবন্ধিত।
পরিসংখ্যান অনুসারে, গত পাঁচ বছরে দেশটিতে মোট ১,১৭০ টিরও বেশি দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, এ সব দুর্ঘটনায় প্রায় ৬০০ জন নিহত হয়েছে।
বাসস/অনু-জেজেড/১৯০৪/-এইচএন