বাসস ক্রীড়া-৭ : আইপিএল আয়োজনে সরকারের সবুজ সংকেত পেল বিসিসিআই

132

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-আইপিএল
আইপিএল আয়োজনে সরকারের সবুজ সংকেত পেল বিসিসিআই
নয়া দিল্লি, ৩ আগস্ট ২০২০ (বাসস) : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনে সরকারের কাছ থেকে সবুজ সংকেত পেল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গতকাল ভারত সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএলের ১৩তম আসর। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে।
আইপিএলের ১৩তম আসর শেষ হতে ৫৩ দিন লাগবে। শেষ দুই আসরের থেকে দু’দিন বেশি লাগছে এবার।
গভর্নিং কাউন্সিলের সভায় আরও সিদ্বান্ত নেয়া হয়েছে, ডাবল লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দুবাই, আবুধাবি ও শারজাহতে অনুষ্ঠিত হবে সকল ম্যাচ।
দিনের ম্যাচ শুরু হবে দুপুর ৩টা ৩০ মিনিটে। রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।
প্রত্যেক দলে থাকবে ২৪ জন করে ক্রিকেটার। করোনাভাইরাসের কারনে খেলোয়াড় পরিবর্তনে কোন বিধি-নিষেধ থাকছে না।
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছি আমরা। ১৩তম আসরটি আয়োজনের জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।
আজই ফ্রাঞ্চাইজিদের কাছে টুর্নামেন্টের সূচি পাঠাবে আইপিএল গভর্নিং কাউন্সিল।
এর আগেও ২০১৪ সালে ভারতে জেনালের নির্বাচনের সময় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিলো আইপিএল।
বাসস/এএমটি/১৮২০/স্বব