বাসস দেশ-৯ : ১১,১৯৮মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

118

বাসস দেশ-৯
ডিএসসিসি-কোরবানি-বর্জ্য
১১,১৯৮মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
ঢাকা, ৩ আগস্ট, ২০২০ (বাসস) : ঈদের দিন এবং পরদিন মিলিয়ে ১১ হাজার ১৯৮ মেট্রিক টন কোরবানি পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদুল আজহার দ্বিতীয় দিনের (২ আগস্ট) ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য রোববার রাত সাড়ে ১২টার মধ্যে শতভাগ অপসারণ করা হয়েছে। দ্বিতীয় দিনে ২ হাজার ৩২৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঈদের প্রথম দিনের (২ আগস্ট দুপুর পৌনে ২টা পর্যন্ত) কোরবানির পশুর বর্জ্য হিসেবে ৮ হাজার ৮৭০ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়। দ্বিতীয় দিনের বর্জ্যসহ সব মিলিয়ে ১১ হাজার ১৯৮ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।
সর্বমোট ৩৩৯১টি ট্রিপের মাধ্যমে ডিএসসিসি এলাকা থেকে এসব বর্জ্য মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিলে) নিয়ে যাওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাসস/সবি/এমএসএইচ/১৩৪৫/-আসাচৌ