বাসস ক্রীড়া-১১ : দশ মাস যাবত বেতন পাচ্ছেন না কোহলি-রোহিতরা

192

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বিসিসিআই
দশ মাস যাবত বেতন পাচ্ছেন না কোহলি-রোহিতরা
নয়া দিল্লি, ২ আগস্ট ২০২০ (বাসস) : গত প্রায় দশ মাস যাবত বিরাট কোহলি-রোহিত শর্মা-শিখর ধাওয়ানদের বেতন দিচ্ছে না বিশ্বের সব চেয়ে ধনী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।
গত বছরের অক্টোবর থেকে বেতন পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা। এমনকি কেন্দ্রীয় চুক্তিতে ২৭ জন ক্রিকেটারও কোন টাকা পাননি।
শুধুমাত্র চুক্তির টাকাই নয়, গত ডিসেম্বরের পর থেকে খেলা ২টি টেস্ট-৯টি ওয়ানডে এবং ৮টি-২০ ম্যাচের ফি’ পাননি ক্রিকেটাররা।
কেন্দ্রীয় চুক্তিতে এ+, এ, বি ও সি- এই চার ক্যাটাগরিতে বেতন দিয়ে থাকে বিসিসিআই। এ+ক্যাটাগরিতে ৭ কোটি, এ ক্যাটাগরিতে ৫ কোটি, বি ক্যাটাগরিতে ৩ কোটি ও সি- ক্যাটাগরিতে ১ রুপি পারিশ্রমিক পান ভারতের ক্রিকেটাররা।
ভারতীয় ক্রিকেটারদের পারিশ্রমিক কেন দেয়া হয়নি, এ বিষয়ে বিসিসিআইর কোষাধ্যক্ষ অরুন ধুমালের সাথে যোগাযোগও করে ইন্ডিয়া এক্সপ্রেস। কিন্তু ফোন কল ধরেননি তিনি।
ভারতের এক অভিজ্ঞ ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘প্রতি তিন মাসে আমাদের পারিশ্রমিক দেয়া হতো। কিন্তু এখন পর্যন্ত কিছুই জানি না। কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশের পর কোনো খবর নেই।’
বাসস/এএমটি/১৯৩২/স্বব