অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রড

267

লন্ডন, ২ আগস্ট ২০২০ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে সুযোগ না পেয়ে, গণমাধ্যমের সামনে ক্ষোভ ঝেড়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। সে সময় এমনকি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তও নিয়ে-নিয়েছিলেন ব্রড।
রোববার দ্য মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রড বলেন, ‘প্রথম টেস্টে একাদশে সুযোগ না পেয়ে, অবসরের সিদ্বান্ত নিয়েছিলাম। কারণ আমি তখন একদমই ভেঙে পড়েছিলাম। আমার মনে পড়ে না যে, কখনও এতটা মর্মাহত হয়েছি কি-না। আগে যখন বাদ পড়তাম, নিজেই নিজেকে বোঝাতাম, আত্মবিশ্বাস ধরে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার আর নিজের উপর আস্থা রাখতে পারেনি। এবার যখন বেন স্টোকস আমাকে বলল যে, আমি খেলছি না, আমার শরীর কাঁপতে শুরু করেছিল। আমি কথাই বলতে পারছিলাম না। আমার শরীর বরফ হয়ে গিয়েছিলো।’
তবে দ্বিতীয় টেস্টেই দলে সুযোগ পেয়ে যান ব্রড। ঐ ম্যাচে ৬ উইকেট শিকার করেন তিনি। এখানেই নিজেকে প্রমান করে ক্ষান্ত হননি ব্রড। তৃতীয় ও শেষ টেস্টে ১০ উইকেট শিকার করেন এই ডান-হাতি পেসার। ১০ উইকেট নিয়ে, নিজের টেস্ট ক্যারিয়ারে ৫শ শিকারও পূর্ণ করেন ব্রড।