বাসস ক্রীড়া-৩ : ‘এটি ইশ্বর? কিন্তু তার অবস্থা ভালো নয়’

120

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-আকতার
‘এটি ইশ্বর? কিন্তু তার অবস্থা ভালো নয়’
করাচি, ২ আগস্ট ২০২০ (বাসস) : ভারতের ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন টেন্ডুলকারকে নিয়ে ২১ বছর আগের পুরনো স্মৃতি মনে করলেন পাকিস্তানের স্পিড স্টার শোয়েব আখতার।
১৯৯৯ সালে কলকাতা টেস্টে মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। ঐ টেস্টে প্রথম টেন্ডুলকারের বিপক্ষে বল করার সুযোগ পান আকতার।
প্রথম ডেলিভারিতেই ইনসুইং ইয়র্কারে টেন্ডুলকারের বোল্ড করেন আকতার।
পাকিস্তানের এআরওয়াই নিউজ চ্যানেলে ২১ বছর অগের স্মৃতি রোমন্থন করে আখতার বলেন, ‘ঐ সফরে যাবার আহে আমি শুনেছিলাম, টেন্ডুলকার নাকি ভারতীয় ক্রিকেটের ইশ্বর। দেখা হওয়ার পর বললাম- এটিই ইশ্বর? তার অবস্থা তো ভালো নয়। সে আমাকে চেনেনি, আমিও তাকে চিনিনি। সে তার মতো ছিল, আমিও আমার মতো। তবে আমি চেয়েছিলাম তাকে প্রথম বলেই আউট করতে চেয়েছিলাম এবং করেছিও।’
আন্তর্জাতিক অঙ্গনে টেন্ডুলকারকে ৮বার শিকার করেছিলেন শোয়েব। সবচেয়ে বেশি ৯ বার ভারতের সাবেক অধিনায়ব রাহুল দ্রাবিড়কে আউট করেছেন আখতার।
বাসস/এএমটি/১৮০২/স্বব