বাসস দেশ-১১ : চলমান করোনা সংকট দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা আমুর

148

বাসস দেশ-১১
আমু- ঈদ-শুভেচ্ছা
চলমান করোনা সংকট দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা আমুর
ঢাকা, ১ আগস্ট, ২০২০ (বাসস) : চলমান করোনা সংকট দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
আমির হোসেন আমু বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ১৪ দলের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এদিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি করোনা ভাইরাস মহামারি থেকে মানুষ যেন দ্রুত রক্ষা পায়। তিনি যেন দ্রুত এ সংকট থেকে উত্তরণ ঘটিয়ে মানুষকে আলোকিত জীবনে ফিরিয়ে আনেন। যারা অসুস্থ আছেন আমি তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, ‘বানভাসি মানুষরা যেন সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার শক্তি পায়। সেইসঙ্গে আমি আমার নির্বাচনী এলাকা ঝালকাঠির মানুষদের ঈদের শুভেচ্ছা জানাই। এবারের ঈদে আমি সেখানে যেতে না পারায় দুঃখ প্রকাশ করছি। সবার সুস্থতা কামনা করছি।’
বাসস/বিকেডি/১৭৩৭/এএএ