ব্রাজিলে নেইমারের চেয়ে মেসির জনপ্রিয়তা বেশি

444

সাও পাওলো, ৩১ জুলাই ২০২০ (বাসস) : ব্রাজিল ফুটবলে জনপ্রিয় তারকা নেইমার। আর আর্জেন্টিনায় মেসি। তবে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জে রবার্তো, দিলেন অবাক করা তথ্য। তিনি বললেন, ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দ করে।
রবার্তো বলেন, ‘পেলে ও ম্যারাডোনার পাশাপাশি ফুটবল ইতিহাসের সেরাদের একজন মেসি। দুর্দান্ত এক ফুটবলার। ইতোমধ্যে তা প্রমান করেছে সে। তবে ব্রাজিলের শিশুরা নেইমারের চেয়ে মেসিকেই বেশি পছন্দ করে। কারণ মেসি যেভাবে খেলে সেটা ব্রাজিলিয়ানদের সাথে বেশি যায়। তাই মেসির খেলা বেশি পছন্দ করে তারা।’
বিশ্বসেরা খেলোয়াড়ের তকমা পেয়েও বিশ্বকাপ ছোয়া হয়নি মেসির। ২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো মেসির আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে ১১৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল খেয়ে শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার। ২০০৬ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলা মিডফিল্ডার রবার্তো মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। তিনি বলেন, ‘যদি মেসি বিশ্বকাপ জিততো আমি খুব খুশী হতাম। কারণ সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। বিশ্বকাপ তার প্রাপ্য।’
১৯৯৫ থেকে ২০০৬ সাল পর্র্যন্ত ব্রাজিলের হয়ে ৮৪ ম্যাচে ৬ গোল করেছেন রবার্তো