গাঙ্গুলীর কাছে মাঞ্জরেকারের অনুরোধ

332

নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২০ (বাসস) : গত ওয়ানডে বিশ্বকাপে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে কুটক্তি করায় ধারাভাষ্যকারের প্যানেল থেকে সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে ধারাভাষ্যকারদের প্যানেলে ফিরতে বিসিসিআই’র কাছে অনুরোধ করেছেন মাঞ্জেকার। বিসিসিআইয়ের শীর্ষ কাউন্সিলের কাছে অনুরোধ করেছেন তিনি।
আইপিএলের আগামী আসরে ধারাভাষ্য দিতে চান মাঞ্জরেকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ধারাভাষ্যকারদের প্যানেলে ফিরতে দু‘বার বিসিসিআইয়ের কাছে ই-মেইল করেছেন মাঞ্জেকার। বিসিসিআইয়ের সমস্ত নিয়ম মানবেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, মাঞ্জরেকারের ব্যাপারে আমরা ইতিবাচক। জাদেজার কাছে মাঞ্জরেকার দুঃখ প্রকাশ করেছে। তাই এটি নিয়ে আর জলঘোলা না করাই ভালো। টিভি ধারাভাষ্যকারদের সকল নিয়ম মেনে চলতে সে বদ্ধপরিকর। আমরা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সাথে কথা বলবো। কারন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন গাঙ্গুলী।