ফিফা সভাপতি ইনফান্তিনোর বিপক্ষে ফৌজদারি মামলা

364

জুরিখ, ৩১ জুলাই ২০২০ (বাসস) : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে ফৌজদারি মামলা হয়েছে।
ধারনা করা হচ্ছে, সুইস অ্যাটর্নি জেনারেল মাইকেল লবারের সাথে ইনফান্তিনোর অবৈধ লেনদেন হয়ে থাকতে পারে। এই খবর দিয়েছে, সুইজারল্যান্ডের প্রশাসনের আধিকারিকরা। মামলায় লবারের বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমতি চাওয়া হয়েছে।
আদালতের একটি রায়ে বলা হয়েছে, এই অ্যাটর্নি জেনারেল নাকি ইনফান্তিনোর সাথে সভা করার খবর বেমালুম গোপন করেছিলেন ফিফায় দুর্নীতির তদন্তে আসা অফিসারদের কাছে।
এমনকি তদন্তের সময় অফিসারদের মিথ্যা তথ্যও দেয়া হয় বলে জানানো হয়। এরপরই লবার পদত্যাগ করেন।
সুইস প্রশাসনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অভিযুক্ত ব্যক্তিরা সরকারি অফিসের অপব্যবহার করে থাকতে পারেন। সেই সঙ্গে সরকারি গোপনীয়তার শর্ত ভাঙার অভিযোগও এসেছে। এমনকি তাঁদের পক্ষে অপরাধীদের সাহায্য করাও অসম্ভব নয়।’
তবে লবার ও ইনফান্তিনো সকল অভিযোগ অস্বীকার করেছেন।