বাসস ক্রীড়া-১০ : করোনা মুক্ত হলেন জাভি

274

বাসস ক্রীড়া-১০
ফুটবল-জাভি
করোনা মুক্ত হলেন জাভি
মাদ্রিদ, ৩১ জুলাই ২০২০ (বাসস) : গেল সপ্তাহে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্পেন ও স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। তবে এক সপ্তাহের ব্যবধানে সুস্থ হয়ে গেলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ খবর নিশ্চিত করেছেন জাভি।
আল-সাদের প্রধান কোচের দায়িত্ব পালন করা জাভি বলেন, ‘আমি সকলকে জানাতে চাই, করোনাভাইরাস থেকে আমি সুস্থ হয়ে উঠেছি এবং বাড়ি ফিরেছি। আপাতত আমি আমার পরিবার এবং আল-সাদ টিমের সঙ্গেই আছি।’
কোনো উপসর্গ ছিল না। তারপরও করোনা টেস্ট করার পর জাভির রিপোর্ট পজিটিভ আসে। জাভি জানান, ‘কোন উপসর্গ না থাকার পরও আমি করোনা পরীক্ষা করাই। যার রিপোর্ট পজিটিভ আসে। অসুস্থ হবার পর আমি আমি আইসোলেশনেই ছিলাম। সকলকে ধন্যবাদ আমাকে সুস্থ করে তোলার জন্য।’
বাসস/এএমটি/১৯৩০/স্বব