বাসস ক্রীড়া-৭ : বাবা হলেন পান্ডিয়া

247

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-পান্ডিয়া
বাবা হলেন পান্ডিয়া
নয়াদিল্লি, ৩১ জুলাই ২০২০ (বাসস) : প্রথমবারের মত বাবা হলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সদ্যোজাত পুত্রের হাত ধরা ছবি আপলোড দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পান্ডিয়া।
ছবিতে ছেলের হাতে হাত রেখেছেন পান্ডিয়া। তিনি লিখেন, ‘ঈশ্বর আমাদের পুত্র সন্তান দিয়ে আর্শীবাদ করেছেন।’
সদ্যোজাত পুত্র ও স্ত্রী নাতাসা স্টানকোভিচ দু’জনই সুস্থই আছেন বলে জানিয়েছেন ভারতের অলরাউন্ডার।
গত ৩১ মে আচমকা নিজেদের বিয়ের খবর দেন হার্দিক ও নাতাশা। সেই সাথে তারা বাবা-মা হতে যাচ্ছেন, তাও জানান পান্ডিয়া।
নতুন অতিথির আগমনে পান্ডিয়া ও নাতাশাকে অভিনন্দন ভাসিয়েছেন সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বর্তমান বিরাট কোহলি-ওপেনার রোহিত শর্মা-উইটেরক্ষক ব্যাটসম্যান লোকেশ রাহুলসহ আরো অনেকে।
বাসস/এএমটি/১৯১০/স্বব