বাসস ক্রীড়া-৫ : জুভেন্টাসের যুবাদের দায়িত্ব নিচ্ছেন পিরলো

139

বাসস ক্রীড়া-৫
ফুটবল-পিরলো
জুভেন্টাসের যুবাদের দায়িত্ব নিচ্ছেন পিরলো
রোম, ৩১ জুলাই ২০২০ (বাসস) : ইতালিয়ান জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালির সাবেক ফুটবল কিংবদন্তি আন্দ্রে পিরলো।
ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম-এ এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পিরলোর দায়িত্ব নেয়ার ব্যাপারে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হবে বলে ঐ প্রতিবেদনে বলা হয়েছে।
বর্তমানে জুভেন্টাসের অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে আছেন ফ্যাবিও পিচ্চিয়া।
২০১১ থেকে ২০১৫ পর্যন্ত জুভেন্টাসের হয়ে খেলেছেন মিডফিল্ডার পিরলো। ১১৯ ম্যাচে ১৬টি গোল করেছেন তিনি। এ সময়ে ক্লাবের হয়ে চারটি সিরি ‘এ’ লিগ, ২০১৪-১৫ মৌসুমে কোপা ইতালিয়া এবং ২০১২ ও ২০১৩ সালে সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন পিরলো।
জুভেন্টাস ছেড়ে নিউ ইয়র্ক সিটি এফসিতে তিন বছর কাটিয়েছেন তিনি পিরলো।
এছাড়া ২০০২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ইতালির জার্সিতে ১১৬ ম্যাচে ১৩ গোল করেছেন ৪১ বছর বয়সী পিরলো। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ে প্রধান গুরুত্বপুর্ন ভূমিকা রেখেছিলেন তিনি।
বাসস/এএমটি/১৮৩৭/স্বব