‘আইপিএল বিশ্বের সবচেয়ে বড় ও সেরা টুর্নামেন্ট’

202

করাচি, ৩১ জুলাই ২০২০ (বাসস) : ঘরোয়া ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সেই খেতাব ইতোমধ্যে পেয়েছে আইপিএল। এবার আইপিএলকে সেরা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
নিজ দেশে এক ইউটিউব লাইভে নিজ দেশের পাকিস্তান সুপার লিগ ও আইপিএলের তুলনা নিয়ে আলোচনা হলে আকরাম বলেন, ‘আইপিএল ও পিএসএলের মধ্যে তফাত অনেক। আইপিএল বিশ্বের সবচেয়ে বড় টুর্নামেন্ট। সকলের কাছে জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এখানে বিশ্বের সব খেলোয়াড়রা খেলতে মুখিয়ে থাকে।’
আর্থিকভাবে ও আয়োজকদের পরিকল্পনা মত আয়োজন হওয়ায়, আইপিএল সকলের কাছে জনপ্রিয় বলে জানান আকরাম, ‘আইপিএল একজন খেলোয়াড়কে কিনতে ৬০ থেকে ৮০ কোটি রুপি (ভারতীয় মুদ্রায়) খরচ হয়। যা পিএসএলের চেয়েও দ্বিগুণ-তিনগুন। আইপিএলে যে পরিমান অর্থ বিনিয়োগ করা হয়, তা বিশ্বের অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়েও অনেক এগিয়ে। এছাড়া আয়োজকরাও সুষ্ঠু ও সুন্দরভাবে আইপিএল আয়োজন করে থাকে। যা অন্য টুর্নামেন্টগুলোতে খুব বেশি দেখা যায় না।’
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হিসেবে দু’মৌসুম কাজ করেছেন আকরাম। ঐ সময় কলকাতায় খেলেছেনও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।