জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড

361

সাউদাম্পটন, ৩১ জুলাই ২০২০ (বাসস) : জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাঁ-হাতি পেসার ডেভিড উইলির বোলিং তোপে করোনা আবহের মধ্যেই দীর্ঘ ১৩৮দিন পর শুরু হওয়া প্রথম ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিকরা। গতকাল অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে।
সাউদাম্পটনে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। উইলির বোলিং তোপে ৪৪ দশমিক ৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানেই ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড। এর মধ্যে ৪টি উইকেটই শিকার করেন উইলি। এরপর দলের হাল ধরেন অভিষেক ম্যাচ খেলতে নামা কার্টিস ক্যাম্পার ও অ্যান্ড্রু ম্যাকব্রিন।
ম্যাকব্রিন ৪০ রানে থামলেও, ৪টি চারে ১১৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন ক্যাম্পার।
শুরুতে ৪ উইকেট নেয়া উইলি, পরবর্তীতে আরও এক ব্যাটসম্যানকে নিজে শিকার বানান। ৪৭ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম পাঁচ বা ততোধিক উইকেট নিলেন উইলি।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে কিছুটা সমস্যায় পড়েছিলো ইংল্যান্ডও। ৩৪ রানে ২ ও ৭৮ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
তবে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়ে ১৩৩ বল বাকী রেখেই জয় নিশ্চিত করেন স্যাম বিলিংস ও অধিনায়ক ইয়োইন মরগান। ম্যাচ সেরা হয়েছেন ইউলি।
আগামীকাল একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।