অদম্য ইংলিশ তারকাকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ওয়ার্নার

195

সিডনি, ৩০ জুলাই ২০২০ (বাসস/এএফপি) : টেস্টে ৫০০ তম উইকেট শিকারের মাইলফলকে পৌছে যাওয়া এ্যাশেজ প্রতিপক্ষ ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রডের প্রশংসা করেছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। একই সঙ্গে কৌতুক জুড়ে দিয়ে বলেছেন, ‘নির্বাচকদের উচিত এই পেসারকে ঘন ঘন বসিয়ে রাখা।’
মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ব্রড যখন বোলিংয়ে নামছিলেন তখন তার সংগ্রহ শালায় ছিল ৪৯৯টি উইকেট। যিনি গত বছর ড্র হওয়া টেস্ট সিরিজে ১০ ইনিংসের খেলায় ৭বার ফিরিয়ে দিয়েছিলেন ওয়ার্নারকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে থাকায় ব্রডের ভবিষ্যৎ নিয়ে শংকা দেখা দিয়েছিল। তিনি একমাত্র বোলার যিনি দ্বিতীয় টেস্টে গর্জে উঠেছিলেন। তৃতীয়বারের মত ছয় উইকেট তুলে নিয়ে তিনি দলকে পৌঁছে দিয়েছিলেন জয়ের বন্দরে। এছাড়া প্রথম ইনিংসে ব্যাট হাতে হাফ সেঞ্চুরিও করেছেন এই ইংলিশ পেসার।
ওয়ার্নার বলেন,‘ আমার মনে হয় তাদের উচিৎ ব্রডকে বাদ দেয়া। আমি বুঝতে পারছিনা প্রথম টেস্টে কেন ব্রডকে বাইরে রাখা হয়েছিল। তবে এটি চমৎকার হতো, সে যখন দলে থাকবেনা তখন আমি তাদের বিপক্ষে আবার যদি খেলতে পারতাম।’
ওয়ার্নার বলেন ৩৪ বছর বয়সি ব্রড আগের বছর অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তারপরও প্রথম টেস্টে তাকে বাইরে রাখার কোন কারন বুঝতে পারছি না। আমি মনে করি ব্রড বিশ^মানের বোলার। বিগত ১৮ মাস ধরে তিনি সত্যিই কঠোর পরিশ্রম করেছেন।
ওয়ার্নার বলেন ব্রড ও যৌথভাবে এক হাজার টেস্ট উইকেট সংগ্রহ করা তার দীর্ঘদিনের নতুন বলের জুটি জিমি এন্ডারসন মিলে ক্রিজে দারুন একটি চাপযুক্ত পরিবেশ গড়ে তোলেন। তিনি বলেন,‘ আপনি তাদের কাছে পার পাবেননা। তারা প্যাডেল থেকে কখনো পা ছাড়েন না। রান নিয়ন্ত্রনের অসাধারণ দক্ষতা রয়েছে এদের।
ইংল্যান্ডের মাটিতে তারা এমন লেন্থে বল করেন যেখানে আপনি যদি ড্রাইভ দিতে চান, তাহলে সম্ভবত সংকটে পড়তে যাচ্ছেন। আপনি আবার সেটিকে ছেড়েও দিতে পারবেন না। তাহলে তারা স্টাম্প উপড়ে দিবে। তারা জানে ইংলিশ কন্ডিশনে কিভাবে উইকেট নিতে হয়। ’