মুজিববর্ষ উপলক্ষে ১৮ প্রকার বৃক্ষ রোপণ করলো পররাষ্ট্র মন্ত্রণালয়

307

ঢাকা, ৩০ জুলাই, ২০২০ (বাসস) : পররাষ্ট্র মন্ত্রণালয় মুজিব শতবর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ প্রকারের ১শ’টি বৃক্ষ রোপন করেছে ।
চার দিন ব্যাপী চলমান এ বৃক্ষ রোপন কর্মসূচিতে পররাষ্ট্র ভবন প্রাঙ্গণ, ফরেন সার্ভিস একাডেমি সুগন্ধা, রাষ্ট্র্রীয় অতিথি ভবন পদ্মা, মেঘনা ও যমুনা প্রাঙ্গণে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী এসব গাছের চারা রোপন করা হয়।
গত ২৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন রাষ্ট্র্রীয় অতিথি ভবন যমুনায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।