ছয় ছক্কা মারা ব্রডকে কিংবদন্তি বললেন যুবরাজ

174

নয়া দিল্লি, ৩০ জুলাই ২০২০ (বাসস) : ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। ঐ স্মৃতি নিয়ে এখনো আলোচনা মেতে ওঠেন ক্রিকেটপ্রেমিরা।
ছয় ছক্কা হজমে ব্রডকে নিয়ে তাচ্ছিল্যের হাসিও হেসেছেন ক্রিকেটপ্রেমিরা। কিন্তু এটি এখন আর মোটেও পছন্দ হচ্ছে না যুবরাজের। ব্রডের প্রশংসা করতে গিয়ে সেটিও বলে দিলেন যুবরাজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজের ক্যারিয়ারের ৫শ উইকেট পূর্ণ করেন ব্রড। এতে বিশ্বজুড়ে ব্রডের প্রশংসায় মেতে উঠেন বিশ্ব ক্রিকেটের সাবেক তারকারা।
ব্রডের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে নিজের অ্যাকাউন্টে যুবরাজ লিখেছেন, ‘প্রত্যেকবার আমি যখন ব্রডকে নিয়ে কিছু লিখতে যাই, প্রত্যেকেই সেই ছয় ছক্কা নিয়ে কথা বলে। আজ আমার সমস্ত ভক্তদের অনুরোধ করছি ব্রডের অর্জনে সাধুবাদ জানাতে! টেস্টে ৫শ উইকেট পাওয়া মোটেই সহজ কোনো বিষয় নয়। এর জন্য কঠোর পরিশ্রম, দৃঢ় মনোভাব ও তাড়না থাকতে হয়। ব্রড তুমি একজন কিংবদন্তি। তোমায় টুপি খোলা অভিনন্দন।’