হজের উসিলায় করোনা থেকে মুক্তি লাভের প্রার্থনা রুবেলের

239

ঢাকা, ৩০ জুলাই ২০২০ (বাসস) : গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ধরা পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বের ২শর বেশি দেশের মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণও করেছেন। এখনও আক্রান্ত ও মৃত্যু অব্যাহত রয়েছে।
এই মহামারী থেকে মুক্তির জন্য প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছে সারা বিশ্বের মানুষ।
সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগামী শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে।
পবিত্র হজের উসিলায় পৃথিবীতে মহামারি করোনা থেকে পরিত্রাণ লাভে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডান-হাতি পেসার রুবেল হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে হজের ছবি পোস্ট করে আজ রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লিকে নিয়ে আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে, আরাফাতের ময়দান। আল্লাহ কবুল করুক। পবিত্র হজের উসিলায় মহান আল্লাহ রাব্বুল আল আমিন মহামারী করোনা ভাইরাসকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিন।’