বাসস ক্রীড়া-৯ : ইংল্যান্ডকে সতর্ক করলেন ভন

120

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-ভন
ইংল্যান্ডকে সতর্ক করলেন ভন
লন্ডন, ৩০ জুলাই ২০২০ (বাসস) : আগামী ৫ আগস্ট পাকিস্তানের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে নিজ দেশ ইংল্যান্ডকে সতর্ক করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।আসন্ন সিরিজে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক মাইকেল ভন। সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও, পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করেন ভন। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডকে সর্তক হতে বললেন ভন।
ব্রিটিশ সংবাদমাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজ নিয়ে কথা বলেন ভন। তিনি বলেন, ‘সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছে ইংল্যান্ড। এটি ইংল্যান্ডের জন্য খুবই ইতিবাচক বিষয়। তবে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পাকিস্তান শক্তিশালী বেশি। আমি ওয়েস্ট ইন্ডিজকে অবমূল্যায়ন করছি না। তারা ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে। প্রথম টেস্ট জিতেছে। শেষ দু’টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি। কিন্তু ইংল্যান্ডের কঠিন পরীক্ষা নিবে পাকিস্তান। কারন টেস্টে পাকিস্তান ভালো দল। এছাড়া ইংল্যান্ডের মাটিতে শেষ দুই সিরিজে দারুন খেলেছে পাকিস্তান। তাই ইংল্যান্ডের সতর্ক হবে, নিজেদের পারফরমেন্সের আরও উন্নতি করতে হবে।’
ইংল্যান্ড-পাকিস্তানের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভন। সিরিজের লড়াইটা জম্পেশ হবে বলে মনে করেন তিনি, ‘আমার ধারনা, দারুন একটি সিরিজ হবে। দুই দলের লড়াইটা সমানে সমান হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড যেভাবে খেলেছে, সেভাবে খেললে স্বাগতিকদের সমস্যায় পড়তে হবে। পাকিস্তানের বিপক্ষে পরিকল্পনা নিয়ে খেলতে হবে ও পারফরমেন্স করতে হবে। এ সিরিজটির জন্য আমি মুখিয়ে আছি।’
ভনের দৃস্টিতে ইংল্যান্ডের পথে কাটা হতে পারেন পাকিস্তানের টেস্ট ও টি-২০ অধিনায়ক আজহার আলী ও বাবর আজম। পাশাপাশি পাকিস্তানের বোলিংয়ের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বড় পরীক্ষা হবে বলে জানান ভন। তিনি বলেন, ‘আজহার ও বাবর অভিজ্ঞ ব্যাটসম্যান। তারা জানে ইংল্যান্ডের কন্ডিশনে কিভাবে খেলতে হবে। এছাড়াও দলে বেশ কিছু তরুণ ব্যাটসম্যান আছে। তারা ইংল্যান্ডের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলবে। এছাড়া পাকিস্তানের বোলাররা সব সময়ই ইংল্যান্ডের কন্ডিশনে ভালো করে থাকে। এবারও তাদের বোলিং লাইন-আপ দুর্দান্ত। বিশেষভাবে ওয়াহাব রিয়াজ-শাহিন শাহ আফ্রিদির বোলিং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য সমস্যা হবে।’
বাসস/এএমটি/১৭৫৩/স্বব