সাবেক মন্ত্রী এম এ মান্নানের স্ত্রী নূর মেহের মারা গেছেন

132

চট্টগ্রাম, ৩০ জুলাই, ২০২০ (বাসস) : বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শ্রম ও কর্ম সংস্থানমন্ত্রী এম এ মান্নানের স্ত্রী নূর মেহের মান্নান মারা গেছেন (ইন্নালিল্লা… রাজেউন)।
প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবদুল টিপু জানান, তার মা বৃহস্পতিবার ভোররাতে হার্ট অ্যাটাক করে চট্টগ্রাম নগরের দামপাড়ার বাসভবনে মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৬ ছেলে, ২ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার আছর নামাজের পর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মা’র লাশ দাফন করা হবে। টিপু তার মায়ের আত্মার শান্তি কামনায় সবার দোয়া চেয়েছেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এম এ মান্নানের সহধর্মিণীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক ও সমবেদনা প্রকাশ করেছে।