বাসস ক্রীড়া-১৫ : বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারী প্রতিযোগিতা ২০১৮ সমাপ্ত

286

বাসস ক্রীড়া-১৫
সেনাবাহিনী-আরচ্যারি
বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারী প্রতিযোগিতা ২০১৮ সমাপ্ত
ঢাকা, ২৬ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশ সেনাবাহিনী আরচ্যারী প্রতিযোগিতা ২০১৮-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার যশোর সেনানিবাসস্থ ওসমানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে ১০৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: সজীব গাজী শ্রেষ্ঠ আরচ্যার ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সৈনিক আল আমিন শেখ শ্রেষ্ঠ নবীন আরচ্যার হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড় ছাড়াও যশোর সেনানিবাসের অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকবৃন্দ সমাপনী খেলা উপভোগ করেন।
উল্লেখ্য, গত ২২ জুলাই শুরু হওয়া আরচ্যারী প্রতিযোগিতায় সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
বাসস/সবি/স্বব/১৮৪৫/মোজা/স্বব