বাসস ক্রীড়া-১৪ : ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে পুনরায় ডাক পেলেন রশিদ

290

বাসস ক্রীড়া-১৪
ইংল্যান্ড-দল
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ড দলে পুনরায় ডাক পেলেন রশিদ
লন্ডন, ২৬ জুলাই, ২০১৮ (বাসস/এএফপি) : আগামী সপ্তাহে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নাটকীয়ভাবে ইংল্যান্ড দলে পুনরায় ডাক পেলেন আদিল রশিদ। এমনকি চলতি মৌসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশীপে প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে দূরে থাকলেও আজ (বৃহস্পতিআর) ঘোষিত ১৩ সদস্যের দলে রেখেছেন ইংল্যান্ড নির্বাচকরা।
ইতোপূর্বে ১০ টেস্ট খেলা রশিদ সব ম্যাচই দেশের বাইরে খেললেও নিজ মাঠে প্রথম ম্যাচ খেরতে যাচ্ছেন রশিদ।
আগামী বছর নিজ মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে নিজকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিলেও আগামী সপ্তাহে এজবাস্টনে নিজেদের হাজারতম টেস্টের দলে রশিদ ছাড়াও আছেন অফ স্পিনার মঈন আলী। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি হবে ইংল্যান্ডের হাজারতম টেস্ট।
দেড় বছরেরও বেশি সময় আগে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১০ ম্যাচ ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেছেন রশিদ।
সম্প্রতি অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ২০ উইকেট শিকার করে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ রেখেছেন রশিদ।
ইংল্যান্ড দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এসেক্স পেসার জেমি পোর্টার। তবে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস।
আগামী ১ আগস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, এলিস্টার কুক, স্যাম কারান, কিয়েটন জেনিংস, ডেভিড মালান, জেমি পোর্টার, আদিল রশিদ, বেন স্টোকস।
বাসস/এএফপি/১৮৪০/স্বব