বাসস ক্রীড়া-৬ : হ্যামিস্ট্রং ইনজুরির কারনে আগামী মৌসুমে শুরুতে খেলতে পারছেন না মুস্তাফি

114

বাসস ক্রীড়া-৬
ফুটবল-ইনজুরি
হ্যামিস্ট্রং ইনজুরির কারনে আগামী মৌসুমে শুরুতে খেলতে পারছেন না মুস্তাফি
লন্ডন, ৩০ জুলাই ২০২০ (বাসস) : হ্যামস্ট্রিং ইনজুরির কারনে আগামী মৌসুমে শুরুতে আর্সেনালের হয়ে মাঠে নামতে পারছেন না ডিফেন্ডার শোখদ্রান মুস্তাফি। ক্লাব সূত্র এই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে এজন্য তার অস্ত্রোপচারের প্রয়োজন আছে।
২৮ বছর বয়সী মুস্তাফি চলসি মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে একেবারে শেষ মুহূর্তে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন। এই এক সপ্তাহে ডান হ্যামিস্ট্রংয়ের চোট কিছুটা হলেও কাটিয়ে উঠেছেন মুস্তাফি। ধারণা করা হচ্ছে অক্টোবরে তিনি পূর্ণ অনুশীলনে ফিরতে পারবেন। শনিবার চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনালের পাশাপাশি নতুন মৌসুমের শুরুতে তাকে বিশ্রামে থাকতে হচ্ছে।
এর অর্থ হচ্ছে এই নিয়ে দ্বিতীয়বারের মত এফএ কাপের ফাইনালে খেলতে পারছেন না মুস্তাফি। এর আগে ২০১৭ সালে চেলসির বিপক্ষে ফাইনালে অসুস্থতার কারনে তিনি দলের বাইরে ছিলেন।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে।
বাসস/নীহা/১৪১৫/স্বব