করোনা পজিটিভ কেস ম্যান সিটি-মাদ্রিদের ম্যাচে কোন প্রভাব ফেলবে না : উয়েফা

268

লন্ডন, ৩০ জুলাই ২০২০ (বাসস) : রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড মারিয়ানো দিয়াজের দেহে করোনা সংক্রমন ধরা পড়েছে। কিন্তু বিষয়টি আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটি বনাম মাদ্রিদের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোন প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস করেইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। আগামী ৮ আগস্ট ইতিহাদ স্টেডিয়ামে শেষ ১৬’র দ্বিতীয় লেগের লড়াইয়ে মাঠে নামবে জায়ান্ট দলদুটো।
এক বিবৃতিতে বৃটিশ গণমাধ্যমে উয়েফা জানিয়েছে, ‘ক্লাবের সাথে উয়েফার যোগাযোগ আছে এবং পুরো পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে। স্প্যানিশ কর্তৃপক্ষের সিদ্ধান্তও তারা পর্যবেক্ষন করবে। আমরা আত্মবিশ^াসী ম্যাচ আয়োজনের এই ঘটনাটি কোন প্রভাব ফেলবে না।’
মার্চে করোনার কারনে চ্যাম্পিয়ন্স লিগের আসর বন্ধ হয়ে যাবার আগে প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে পরাজিত হয়েছিল।